রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বইমেলা | ট্রেলার লঞ্চ, বই প্রকাশে জমে উঠেছে কলকাতা বইমেলা, বেলা বাড়ার সঙ্গে ভিড় বাড়াচ্ছেন বইপ্রেমীরা

Reporter: Kaushik Roy | লেখক: Riya Patra ৩০ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩১Riya Patra


কৌশিক রায় 

মঙ্গলবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বইমেলা প্রাঙ্গণ। তবে কলকাতা বইমেলা যেমন একদিকে বই প্রকাশের অন্যতম মঞ্চ তেমনই এই কয়েকটা দিন মেলা চত্বরে লেগে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সেরকমই কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠানের খুঁটিনাটি তুলে ধরল আজকাল ডট ইন। 

 

উন্মোচিত হল 'কালোদিঘি'

বৃহস্পতিবার কলকাতা বইমেলার প্রেস কর্নার থেকে উন্মোচিত হল সাহিত্যিক উজ্জ্বল সিনহার 'কালোদিঘি'। উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে, দেজ পাবলিশিংয়ের কর্ণধার শুভঙ্কর দে, সাহিত্যিক প্রচেত গুপ্ত, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীজাত, অমর মিত্র, আলাপন বন্দ্যোপাধ্যায় এবং লেখক উজ্জ্বল সিনহা। উজ্জ্বল সিনহার উজানযাত্রা প্রকাশিত হয়েছে গতবছর। লেখক এদিন উপস্থিত অতিথিদের শ্রদ্ধা জানিয়ে বলেন, 'আমি শিক্ষানবিশ লেখক, তবে পাঠক হিসেবে আমি নতুন নই। আমি শীর্ষেন্দুদার কাছে গিয়েছিলাম ভূমিকা লেখার জন্য।। বিভিন্ন ঘটনাকে এক একটি অধ্যায়ের মাধ্যমে এই উপন্যাস লেখা। আশা করি মানুষের ভাল লাগবে।'


ছাদ সিনেমার ট্রেলার লঞ্চ

কলকাতা বইমেলা শুধু বই প্রকাশেরই মঞ্চ নয়। এসবিআই অডিটোরিয়াম থেকে উদ্বোধন হয়ে থাকে বিভিন্ন সিনেমার ট্রেলারও। এদিন সেরকমই বইমেলা প্রাঙ্গণ থেকে উন্মোচিত হল ছাদ সিনেমার পোস্টার। উপস্থিত ছিলেন অভিনেত্রী পাওলি দাম, অরিন্দম গাঙ্গুলি, অনুরাধা রায়, রণজয় বিষ্ণু সহ আরও বিশিষ্ট অতিথিরা। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৮ মার্চ। নারী কেন্দ্রিক সিনেমা এবং নারীদের ক্ষমতায়নের গল্প বলব এই ছবি। সে কারণে মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে আর্ন্তজাতিক নারী দিবসের দিনটি। 


চিত্রশিল্পীদের পাশে ব্রাত্য বসু

এদিন প্রেস কর্নারের বাইরে ভিড় জমিয়েছিলেন বহু চিত্রশিল্পীরা। তাঁদের অভিযোগ ছিল, বইমেলা চত্বরে তাঁদের বসতে দেওয়া হচ্ছে না। সে কারণে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হন তাঁরা। রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরের পাশাপাশি যুক্ত শিল্প জগতের সঙ্গেও। ব্রাত্য বসু তাঁদের আশ্বাস দিয়ে জানান, অবশ্যই ব্যাপারটা দেখবেন তিনি। অন্যদিকে, বইমেলার দ্বিতীয় দিনেও ভিড় চোখে পড়েছে আজকালের স্টলে। দুপুর বারোটা নাগাদ জনসাধারণের জন্য মেলা খুলে দেওয়ার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে স্টলে। দুদিকে বিভিন্ন ছবির প্রদর্শনী দেখতে ভিড় করেছিলেন আট থেকে আশি সকলেই।


book fair 2025kolkata book fair

নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া